হাতীবান্ধা বনচৌকী সীমান্তে থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বনচৌকী সীমান্ত থেকে মমিনুর রহমান (২৫) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার বনচৌকী সীমান্তের ৯০৮ নং মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার এলাকায় ক্ষেতে কাজ করার সময় ভারতের কোচবিহার জেলার ধুমালখাতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
মমিনুর রহমান উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে। তবে তাকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিএসএফের সাথে যোগাযোগ চালাচ্ছে বলে জানা গেছে।এ বিষয়ে ভেলাগুড়ি ইউ,পি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বনচৌকী সীমান্তের ৯০৮ নং মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার এলাকায় একটি ধান ক্ষেতে কাজ করছিল মমিনুর রহমান। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা এক চোরাকারবারীকে ধাওয়া করে। এদিকে ওই চোরাকারবারী পালিয়ে গেলে তাকে না পেয়ে মমিনুরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
তিনি আরো জানান, এ ঘটনায় মমিনুর রহমানকে ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ চলছে। এছাড়াও তাকে যেকোন মুহুর্তে ফেরত দিতে পারে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আহম্মেদ বজলুর রহমান হায়াতীর মুঠোফোনে কল দেয়া হলে তিনি কলটি রিসিভ করেননি।