হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে মন্তব্য নেই মাশরাফি-মুমিনুলের

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার সুরে সুর মিলিয়েছেন মুমিনুল হকও। দুজনই বিষয়টি বোর্ড ও হাথুরুসিংহের উপরে ছেড়ে দিয়েছেন। ওয়ানডেতে মাশরাফির হাত ধরে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনের দাপটের সঙ্গে বিচরণ করা শুরু করে। বলার অপেক্ষা রাখে না মাশরাফি, হাথুরুসিংহের জুটি সাফল্য পেতে বড় ভূমিকা রেখেছে। তাদের হাত ধরে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও খেলেছিল। হাথুরুসিংহে বিসিবি সভাপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের আগে। ওয়ানডে সিরিজে কোচের হাবভাব কিংবা ইঙ্গিতে এমন কিছু বুঝতে পারেননি বলে জানিয়েছেন মাশরাফি,‘সত্যি বলতে দুই সপ্তাহ ওখানে ছিলাম। আমার সঙ্গে এ প্রসঙ্গে কোনো কথা হয়নি। বরং আমরা ইতিবাচক কথা বলেছি। সে সময় আমরা একটা ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করছিলাম এবং সব কিছুই এ ধরণের কথা ছিল। সে যে পদত্যাগ করবে এ ধরণের কোনো ধারণা ছিল না।’

হাথুরুসিংহের আকস্মিক পদত্যাগ নিয়ে মাশরাফি কোনো মন্তব্য করতে রাজী নন। বলেছেন,‘এখনও সব কিছু শোনা যাচ্ছে। এ মুহূর্তে মন্তব্য করা কঠিন। ওনার সঙ্গে বোর্ড থেকে কথাও বলতে চেয়েছে। আমি আসলে কিছু জানি না। এ জন্য বলছি মন্তব্য করা কঠিন।’ হাথুরুসিংহের আমলেই জাতীয় দল থেকে প্রথমবারের মতো বাদ পড়েন মুমিনুল হক। কোচের গুডউইল বুক থেকে মুমিনুলের নাম কাটা পড়েছিল অনেক আগেই। ‘টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান’, ‘অফস্ট্যাম্পের বাইরের বলে সমস্যা’, ‘শর্ট বলে সমস্যা’- মুমিনুলকে নিয়ে এসব কথা বলতেও দ্বিধাবোধ করেননি হাথুরুসিংহে। সেই মুমিনুল কোচকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজী নন। শুধু বলেছেন,‘এ প্রশ্ন এড়িয়ে যাওয়া ভালো। আমি তো কিছু শিউর জানি না। এটা বোর্ডের ব্যাপার। আমি কোনো রিঅ্যাকশন দিতে চাই না।’