হেরাথের চাই আর ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক : আগের টেস্টেই চামিন্দা ভাসকে ছাড়িয়ে এই ফরম্যাটে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন রঙ্গনা হেরাথ। লঙ্কান বাঁহাতি স্পিনারের সামনে এবার আরেকটি অর্জনের হাতছানি।

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শুরু সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৬ উইকেট নিলেই হেরাথ ছাড়িয়ে যাবেন ড্যানিয়েল ভেট্টোরিকে। তখন হেরাথই হবেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার।

১১৩ টেস্টে ৩৬২ উইকেট নিয়ে যে কীর্তিটি এখনো নিজের দখলে রেখেছেন প্রাক্তন কিউই বাঁহাতি স্পিনার ভেট্ট্রোরি। মাত্র ৭৭ টেস্টেই ৩৫৭ উইকেট এখন হেরাথের। আর ৬ উইকেট হলে ভেট্টোরিকে তো বটেই, পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ইমরান খানকেও (৩৬২ উইকেট) ছাড়িয়ে যাবেন ৩৮ বছর বয়সি হেরাথ।