১২৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের ২০টি নৌকা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারে ১২৫ নাগরিককে ফেরত পাঠিয়েছে বিজিবি।

মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে থেকে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবির টেকনাফ ২-এর অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের রোহিঙ্গাদের ২০টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা নাগরিক ছিল।

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানামারের ১২৫ রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে জানান ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টায় বান্দরবানের ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় মিয়ানমারের ১২৫ রোহিঙ্গা।বিজিবির টহল দলের সদস্যরা এ সময় তাদের ফেরত পাঠিয়েছে।