১৬৯ রানে ব্যাট করছে কলকাতা

ক্রীড়া ডেস্ক : আইপিএলের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ার ডেভিলস। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে তারা। জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৬৯ রান।

ব্যাট হাতে দিল্লির ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন সঞ্জু স্যামসন। ২৫ বলে ৭টি চারের সাহায্যে এই রান করেন তিনি।

৩৮ রান করেন উইকেটকরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। তার ১৬ বলের এই ঝড়ো ইনিংসে ২টি চারের পাশাপাশি ৪টি ছক্কার মার ছিল। ২৬ রান করেন শ্রেয়াস আয়ার। ২১টি করে রান করেন স্যাম বিলিংস ও করুন নায়ার।

বল হাতে কলকাতার সেরা বোলার নাথান কোল্টার-নাইল। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস, উমেশ যাদব ও সুনীল নারিন।