১৭ এপ্রিল বাংলাদেশে আসছে পাকিস্তান

১১ এপ্রিল আসার কথা ছিল। সেটি পিছিয়ে ১৭ এপ্রিল হলো। পূর্ব নির্ধারিত শিডিউলের ছয়দিন পর বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশে লকডাউনের কারণে এই শিডিউল পেছানো হয়েছে।

গত দুইদিন এই সফর নিয়ে দফায় দফায় আলোচনা করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এরপর এমন সিদ্ধান্ত হয়েছে। তবে সফরে ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে।

২৩ এপ্রিল থেকে সিলেটে চারদিনের ম্যাচ খেলবে পাকিস্তান এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। প্রথম তিনটি ৫০ ওভারের ম্যাচ হবে সিলেটে, পরের দুটি ঢাকায়।

সফর শেষ করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল দেশে ফিরে যাবে ১০ মে। তবে এই সফরের জন্য ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি পাকিস্তান।

বাংলাদেশে আসার আগে ১২ এপ্রিল থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প করবে পাকিস্তানের যুবারা।