১ টাকায় আহার’ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে ‘পড়ব, খেলব, শিখব’- স্লোগানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘১ টাকায় আহার’ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার শহরের তাজ কমিউনিটি সেন্টারে প্রত্যেকের কাছ থেকে এক টাকা নিয়ে ২৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর খাওয়ানো হয়।

ময়মনসিংহ শহরের বিভিন্ন বস্তি এলাকার ও রেলওয়ের ফুটপাতে থাকা সুবিধাবঞ্চিত শিশুদের জড়ো করে ব্যতিক্রমী এ কার্যক্রমে নেতৃত্ব দেন মেজবাহ উদ্দিন রুপম। রওশন আক্তার ইলা, আসমা আখতার, সাঈদা হাসনা, মোহাম্মদ রানা আহমেদ ও মেহেদী হাসান হিরা স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম পরিচালনা করেন।

রওশন আক্তার ইলা ও আসমা আখতার জানান, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা বাজার থেকে শুরু করে রান্নাসহ সব কাজ নিজেরাই পরিচালনা করেন। এখন থেকে প্রতিদিন ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের খাওয়ানো হবে। পরবর্তীতে এসব শিশুদের খেলাপড়ার সার্বিক দায়িত্ব পালন করবে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উদ্যোক্তারা আরো জানান, ঢাকাসহ দেশের পাঁচটি জেলায় এ কার্যক্রম চলছে।