২০০ রানে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চে পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ১৩৩ রানে। জবাবে নিউজিল্যান্ডও সুবিধা করতে পারেনি। তারা অলআউট হয়েছে ২০০ রানে। ৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে পাকিস্তান।

৩ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। জিত রাভাল ৫৫ ও নিকোলাস ২৯ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের শুরুতে ১০৫ রানের মাথায় ফিরে যান হেনরি নিকোলাস। ১০৯ রানে ফিরেন রাভালও (৫৫)। ১৪৬ রানে আউট হন ডি গ্রান্ডহোম। একই রানে আউট হন টোড আস্টলে (০)। ১৭১ রানে বিজে ওয়াটলিং (১৮) সাজঘরে ফেরেন। ১৭৭ রানে টিম সউদি আউট হওয়ার পর ২০০ রানের মাথায় অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন নেইল ওয়াগনার (২১)। ট্রেন্ট বোল্ট অপরাজিত থাকেন ৩ রানে।

বল হাতে পাকিস্তানের রাহাত আলী ৪টি উইকেট নেন। ৩টি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও সোহেল খান। ৪ ওভার বল করে ইয়াসির শাহ কোনো উইকেট পাননি।