৪৫ মিনিট পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: কুয়াশার কারণে ৪৫ মিনিট বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনঃরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ৯টার দিকে কুয়াশা ঘনত্ব কমে গেলে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এর আগে আজ মঙ্গলবার সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকার কারণে রাজবাড়ী দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হবে। এছাড়া পর্যায়ক্রমে অনান্য যানবাহনগুলো সিরিয়ালে পার করা হবে বলে জানা গেছে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. নাসির খান বলেন, সকাল ৮টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকাল ৯টার কিছুক্ষণ পর কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।