৫ ডিসেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে নিরীহ মুসলমানদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মিয়ানমারে নিরীহ মুসলমানদের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর শাখা ইসলামী আন্দোলন আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন মহানগরের যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন।

মানববন্ধনে এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘মিয়ানমারে নিরীহ মুসলমানদের হত্যার প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় দেশের হাজার হাজার মুসলমান একত্রিত হয়ে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্য রওনা দেবে।’

তিনি আরো বলেন, ‘পার্শ্ববর্তী দেশ মিয়ানমার নিরীহ মানুষ, নারী, পুরুষ, শিশুকে গণহত্যা করে বিশ্বের ১৬০ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। কী অপরাধ তাদের, কেন মিয়ানমার পৈশাচিকভাবে এই হত্যাযজ্ঞে মেতে উঠেছে।’

হেমায়েত উদ্দীন বলেন, ‘মিয়ানমারে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এমনকি নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। পাশাপাশি শিশুদেরকে পুড়িয়ে ও কুপিয়ে মারা হচ্ছে। সভ্যতার যুগে এ ধরনের নৃশংসতা মেনে নেওয়া যায় না। মিয়ানমারে হত্যা বন্ধ না হলে দূতাবাস ঘেরাও, মিয়ানমারের উদ্দেশে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।’

নিরীহ মানুষ হত্যার দায়ে অং সন সু চিকে ‘অশান্তি কন্যা’ আখ্যা দিয়ে তার কাছ থেকে নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে হেমায়েত উদ্দিন বলেন, ‘মিয়ানমারের অং সান সু চি কি এটা দেখছেন না? নাকি দেখেও না দেখার ভাণ করছেন? সু চি কি তার অতীত ইতিহাস ভুলে গেছেন? তিনি কেন শান্তি পুরস্কার পেয়েছিলেন? মুসলিম গণহত্যা বন্ধে ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশ সরকারকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে মিয়ানমার, জাতিসংঘকে চাপ প্রয়োগ করতে হবে। মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ, নিরাপরাধ মুসলমান শিশু, নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছে।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি নোবেল পুরস্কার পেয়েছেন। অথচ তিনি মিয়ানমারে অশান্তি সৃষ্টি করেছেন। তাই অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা।’

মানববন্ধনে ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ আলী আকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।