৬৮ রানের দারুণ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক : চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথম ম্যাচে ৬৮ রানের দারুণ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

রোববার প্রথমে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের ১৬৪ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান সংগ্রহ করে। জবাবে ৪৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৬ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

৩২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর মার্টিন গাপটিল একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন। এক সময় তিনি সেঞ্চুরিও তুলে নেন। ১১৪ রান করে আউট হন তিনি। গাপটিল আউট হওয়ার পর ম্যাচ থেকে ছিটকে যায় নিউজিল্যান্ড। গাপটিলের ১১৪ ছাড়াও কলিন মুনরো ৪৯, জেমস নিসাম ৩৪ ও ম্যাট হেনরি ২৭ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোট ছুঁতে না পারায় জয়ও ধরা দেয়নি কিউইদের হাতে।

বল হাতে অস্ট্রেলিয়ার জস হাজলেউড ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মিশেল মার্শ, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

এর আগে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দলীয় ১ রানে প্রথম, ৪৭ রানে দ্বিতীয় ও ৮৯ রানে তৃতীয় এবং ৯২ রানে চতুর্থ উইকেট হারায়। কিন্তু রূদ্রমূর্তি ধারণ করেন স্টিভেন স্মিথ। তিনি ১৫৭ বলে ১৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৬৪ রান করেন। এ ছাড়া ত্রাভিস হেড ৫২, ম্যাথু ওয়েড ৩৮, ডেভিড ওয়ার্নার ২৪ রান করেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

বল হাতে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, জেমস নিসাম ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট নেন।

চ্যাপেল-হ্যাডলি ট্রফির দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে দল দুটি।