মোঃ নাজমুল আলম, ডোমার (নীলফামারীর) প্রতিনিধি: “মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে ‘মীনা দিবস–২০২২’।
ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘মীনা দিবস–২০২২’ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এতে সভাপতিত্ব করেন—সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান।
প্রধান শিক্ষিকা আফরোজা বেগম চৌধুরী মিলি’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, আমিনুল হক বাবু, মহামায়া দেববর্মা, ইলোরা জাহান, নাজিরা ফেরদৌসি চৌধুরী, লাকী আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম সুমন, সহকারী শিক্ষক তুর্য বসুনীয়া প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু প্রতিকৃতি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। শেষে, শিশু শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ছড়া গান, আবৃত্তি, নাটিকা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।