Happy New Year গানটি ভিডিও

নিজস্ব প্রতিবেদক : সময়ের আবর্তে ২০১৬ সাল পেরিয়ে এসেছে নতুন আরেকটি বছর। ইংরেজি নিউ ইয়ারকে স্বাগত জানাচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ।

ইতিহাস ঘেঁটে জানা যায়, ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে মেসোপটেমিয়ায় সর্বপ্রথম বর্ষবরণ উৎসব পালিত হয়। তবে তখন নিউ ইয়ার পালিত হতো মার্চের মাঝামাঝি সময়ে। রোমান ক্যালেন্ডারেও ১ মার্চকে বছরের প্রথম দিন হিসেবে গণনা করা হতো। কারণ, তখন বছর ছিল ১০ মাসে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস ছিল না। পরবর্তী সময়ে রোমের দ্বিতীয় রাজা নুমা পন্টিলাস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটিকে যোগ করে ১২ মাসে বছর গণনার আদেশ দেন। স্বাভাবিকভাবে বছরের প্রথম মাস হয় জানুয়ারি। কিন্তু তারপরও ১ জানুয়ারি বর্ষবরণ উৎসব হিসেবে জনপ্রিয়তা পায়নি।

৪৬ খ্রিষ্টপূর্বাব্দে জুলিয়াস সিজার সৌরবর্ষভিত্তিক ক্যালেন্ডারের প্রচলন করেন এবং ১ জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে ঘোষণা দেন। ওই সময় থেকে বর্ষবরণ উৎসব ব্যাপকতা পায়। কিন্তু মধ্যযুগে এসে ১ জানুয়ারিতে বর্ষবরণের ওপর নিষেধাজ্ঞা জারি হয় এবং ভিন্ন ভিন্ন তারিখে বর্ষবরণ উৎসব পালিত হতে থাকে, যার মধ্যে ছিল ২৫ ডিসেম্বর, ১ মার্চ ও ২৫ মার্চ।

১৫৮২ খ্রিষ্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু হয় এবং ১ জানুয়ারি বছরের প্রথম দিন হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। এর পর থেকে ১ জানুয়ারিতে বছরের প্রথম দিন হিসেবে বর্ষবরণ উৎসব পালিত হয়ে আসছে।

নিউ ইয়ারকে ঘিরে লেখা হয়েছে অসংখ্য গান-কবিতা। তবে এসব গান ও কবিতার বেশির ভাগই হয়েছে ইংরেজি ভাষায়।

বিভিন্ন দিবসকে উপলক্ষ করে গান লিখেছেন প্রখ্যাত গীতিকার ও কবি মাহবুবুল এ খালিদ। ব্যতিক্রম নয় ইংরেজি নববর্ষও। নিউ ইয়ারকে কেন্দ্র করে তার লেখা গানের শিরোনাম Happy New Year। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর এতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

মাহবুবুল এ খালিদের Happy New Year গানটি প্রকাশিত হয়েছে www.khalidsangeet.com নামের ওয়েবসাইটে। এ ছাড়া গানটি ইউটিউবেও প্রকাশ করা হয়েছে।

শুধু বিভিন্ন দিবসই নয়, মাহবুবুল এ খালিদের গান ও কবিতায় মূর্ত হয়ে ওঠে মানুষের কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনা, সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি মানবকল্যাণমূলক বিষয়। তার গান ও কবিতায় পাওয়া যায় মানুষের প্রতি সহমর্মিতার ছোঁয়া।

নিউ ইয়ারের গানে সবার জন্য ইংরেজি নতুন বছর হয়ে উঠুক আরো উপভোগ্য ও প্রাণবন্ত।

মাহবুবুল এ খালিদের Happy New Year গানটি শুনুন নিচের লিংকে।