অপহরণের ১৩ দিন পর উদ্ধার স্কুলছাত্রী, আটক এক

জেলা প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ইমু আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীকে অপহরণের ১৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে অপহরণকারী যুবক রাজীবকে (২৩) আটক করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের মিয়া।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে ধামরাইয়ের চর বেলডা এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ রাজীবকে আটক করা হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়তে গেলে মোটরসাইকেল ও সিএনজি যোগে ওই স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে রাজীব, তার সহযোগী দুদু মিয়া (৪৫) মো. আলী (২৪) ও আব্দুল খালেকসহ (২২) বেশ কয়েকজন। পরে সেদিনই ধামরাই থানায় একটি অভিযোগ করে পরিবারটি।

এসআই আবুল খায়ের মিয়া বলেন, ভুক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় অপহৃত স্কুল শিক্ষার্থী ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এরপর অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করা হয় ও অপহৃত ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও আটক রাজীবকে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছ।