অভিষেকেই মিরাজের পাঁচ উইকেট

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ৮০তম টেস্ট ক্রিকেটার হিসেবে সকালে ক্যাপ পরেন মেহেদী হাসান মিরাজ। বিকেলের মধ্যেই তিনি বল হাতে তুলে নিলেন ৫ উইকেট।

সেরা একাদশে সুযোগ পাওয়ার পর মিরাজ কি এমন কিছু কল্পনা করেছিলেন? এমন এক স্বপ্নীল অভিষেক হতে যাচ্ছে, তেমন কিছু কি ভেবেছিলেন আগে?

ভাবুক আর নাই ভাবুক। বল হাতে অভিষেকেই জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ।

বৃস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিন শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন মিরাজ। বেন ডাকেটকে সরাসরি বোল্ড করেন তিনি। এরপর গ্যারি ব্যালান্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। জো রুট সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে মিরাজের ঝুলিতে ৩ উইকেট জমা হয়।

পাঁচবার জীবন পেয়ে কৈ মাছের প্রাণ বনে যাওয়া মঈন আলীকেও শেষ পর্যন্ত স্পিন ভেল্কিতে পরাস্ত করেন মিরাজ। তার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন মঈন আলী। আর জনি বেয়ারস্টোকে সরাসরি বোল্ড করেন তরুণ তূর্কি মিরাজ। তাতে অভিষিকেই নিজের উইলোতে জমা হয় ৫ উইকেট।

অভিষেকে বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নিলেন তিনি। তার আগে নাইমুর রহমান দূর্জয়, মোহাম্মদ মনজুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, ইলিয়াস সানী, তাইজুল ইসলাম অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন।

দূর্জয় ২০০০ সালে ভারতের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট। ২০০১ সালে মনজুরুল ইসলাম জিম্বাবুয়ে বিপক্ষে ৬ উইকেট শিকার করেছিলেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছিলেন ৫ উইকেট। ২০১১ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ইলিয়াস সানী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়েছিলেন ৬ উইকেট।

সোহাগ গাজী ২০১২ সালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট। আর কিংস্টনে ২০১৪ সালের সেপ্টেম্বরে তাইজুল ইসলাম শিকার করেছিলেন ৫ উইকেট। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

যে সাতজন অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন তাদের মধ্যে কেবল মনজুরুল ইসলাম ছিলেন পেসার। বাকি ছয়জন স্পিনার। তার মধ্যে অফ স্পিনা তিনজন- দূর্জয়, সোহাগ ও মিরাজ।