অমীমাংসিত ভাবে শেষ শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টও

প্রথম টেস্টের পর সিরিজের দ্বিতীয় টেস্টও ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। তাই সিরিজ অমীমাংসিত ভাবে শেষ হলো।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে পঞ্চম দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিলো ৩৪৮ রান। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৭৭ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ২৯ রান করেছিল শ্রীলঙ্কা।

দুই ওপেনার লাহিরু থিরিমান্নে ১৭ ও অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১ রানে অপরাজিত ছিলেন। দলের স্কোর ১০০ পার করে বিচ্ছিন্ন হন থিরিমান্নে ও করুনারত্নে। দলীয় ১০১ রানে ফিরেন থিরিমান্নে। ৩৯ রান করেন তিনি।

তবে ২৫তম হাফসেঞ্চুরি করে আউট হন করুনারত্নে। ১৭৬ বলে নয়টি চারে ৭৫ রান করেন তিনি। হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন ওসাদা ফার্নান্দোও। অপরাজিত ৬৬ রান করে ম্যাচে ড্র নিশ্চিত করেন ফার্নান্দো। তাঁর সঙ্গে ১০ রানে অপরাজিত ছিলেন দিনেশ চান্দিমাল। ফার্নান্দোর ১১৯ বলের ইনিংসে আটটি চার ছিল।

ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট। আর সিরিজসেরা হন শ্রীলঙ্কার সুরাঙ্গা লাকমল।