অস্ট্রেলিয়ায় ক্যাম্পের উদ্যোগ খুবই ভালো

ক্রীড়া প্রতিবেদক : ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় নিজস্ব খরচে ১৫ দিনের ক্যাম্প করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সিমিং, ফাস্ট ও বাউন্সি উইকেটে অনুশীলন করেছিল মাশরাফি, সাকিব, মুশফিকরা। যার ফল বিশ্বকাপে পেয়েছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ড সফরের আগে ঠিক একই ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিতে ব্ল্যাকটাউনে ৯ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে যাবে জাতীয় দল। টিম ম্যানেজম্যান্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অস্ট্রেলিয়ায় ক্যাম্প করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে অস্ট্রেলিয়ার এ ক্যাম্পে উপকৃত হবেন ক্রিকেটাররা।

শুক্রবার মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে বলেন, ‘উদ্যোগটা খুবই ভালো। ২০১৫ সালের আগে ১৫ দিনের একটা ক্যাম্প হয়েছিল অস্ট্রেলিয়ায়। ওটা আমাদের কাজে দিয়েছে।’

মাশরাফি আরও বলেন, ‘ওখানে কাজ করতে সুবিধা হবে। পুরো দল এক পরিবার হয়ে থাকবে। একসঙ্গে অনুশীলন হবে। কার কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। সবাইকে একসঙ্গে পাওয়া যাবে। সমস্যাগুলো শেয়ার করা যাবে। ভালো জিনিসগুলো আলোচনা হবে।’

নিউজিল্যান্ডে ক্যাম্পের আয়োজন করা হলে কী আরও ভালো হত? মাশরাফির উত্তর, ‘যতটুকু শুনেছি ওখানে ওই সময়ে ক্যাম্প আয়োজনের সুযোগ নেই। আমরা কাছাকাছি কোথাও চেষ্টা করেছি, এটাও আমাদের অনেক কাজে আসবে।’

অস্ট্রেলিয়ার ক্যাম্পের জন্য ২৩ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। ইতিমধ্যে ১৩ সদস্যের স্কোয়াড অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। আজ বিপিএলের ফাইনাল শেষে শনিবার রাতে ১০ ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।