আখাউড়ায় ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪

মোঃ রফিকুল ইসলাম সেলিম: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ি এলাকায় ডিউটি চলাকালীন সময়ে এস’আই মোঃ শাহ আলম ও সঙ্গীয় অফিসার এএসআই মোঃ দিদার হোসেন, এটিএসআই মনির হোসেন পাটোয়ারী ও সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম ২২/০৩/ ২০২২ তারিখ রাতে আখাউড়া থানাধীন ধরখার ইউপির তন্তর বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ধরখার ইউপির নোয়াপাড়া মাদ্রাসা সংলগ্ন ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে পুলিশের টিম উপস্থিত হইয়া ডাকাতির জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়া প্রস্তুতি কালে।ছতুরা শরিফ উত্তর পাড়ার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোঃ রবি, পূর্ব পাড়ার
নাসির মিয়ার ছেলে মোহাম্মদ হাসান,ধরখার মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে মোঃ ছনা মিয়া, ভাটা মাতা গ্রামের সোলাইমান মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া
উক্ত আসামীদের দখল হতে ১টি লোহার তৈরী প্লাষ্টিকের দুই হাতলযুক্ত তালা কাটা ভাঙ্গার কাটার,যার গায়ে খোদাই করা ২৪ ইঞ্চি উল্লেখ আছে,১টি স্টীলের তৈরী গিয়ার যুক্ত ছুরি
কাঠের হাতল যুক্ত ১ টি দা,২টি লোহার রড উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা সহ অস্ত্র আইনের মামলা রুজু করা হয়। থানার রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় যে, উক্ত আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে।