আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জালাতন ইব্রাহিমোভিচ

ক্রীড়া ডেস্ক : ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জালাতন ইব্রাহিমোভিচ। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাবের হয়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সুইডিশ এ তারকা।

বয়স ৩৫ ছাড়িয়ে গেলেও ফুটবল মাঠে এখনও দাপিয়ে খেলছেন ইব্রা। পারফরম্যান্সে বয়সের হাওয়া না লাগিয়ে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন তিনি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন । এই বয়সেও দারুণ সব গোলে রেডডেভিলসদের জয় উপহার দিয়ে চলছেন ইব্রা।

এর আগে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা এবং প্যারিস সেইন্ট জার্মেইর মতো ইউরোপ সেরা ক্লাবগুলোতে নিজের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে এসেছেন ইব্রা। তবে পেশাদার বর্ণিল ক্যারিয়ার শেষে ম্যানইউতেই তার কোচ হিসেবে থাকার গুঞ্জন চলছে। ইংল্যান্ডের গনমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে ইব্রাকে ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে কোচের প্রস্তাব দিতে যাচ্ছে ম্যানইউ।

কম সময়ের চুক্তিতে ম্যানইউতে খেলতে এসেছেন ইব্রা। ধারণা করা হচ্ছে, সুইডিশ এ তারকাকে প্লেয়ার কোচ হিসেবে রেখে দিতে পারেন ম্যানইউর বর্তমান কোচ হোসে মরিনহো। গোল মেশিন খ্যাত ইব্রা এবার ম্যানইউর হয়ে লিগে ১১টি গোল করেছেন।

সুইডেনের হয়ে ১১৬ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। আর বিভিন্ন ক্লাবের হয়ে তার গোল সংখ্যা চারশোরও বেশি।