আন্দ্রেস ইনিয়েস্তার বার্সেলোনায় ২০ বছর

ক্রীড়া ডেস্ক : ১৯৯৬ সাল। আন্দ্রেস ইনিয়েস্তার বয়স তখন ১২ বছর।

সে সময় বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর দেখতে দেখতে ২০ বছর কেটে গেল ন্যু ক্যাম্পে। এই ২০টি বছর যে তার খারাপ কেটেছে তেমনটি কিন্তু নয়।

এ সময়ে তিনি বার্সেলোনার জার্সি গায়ে ৮টি লা লিগার শিরোপা জিতেছেন। ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ৩টি ক্লাব বিশ্বকাপের শিরোপা শোকেসে তুলেছেন। আর স্পেনের হয়ে জিতেছেন বিশ্বকাপ।

তবে এসব কিছু অর্জনের পেছনে রয়েছে অনেক আত্মত্যাগ আর পরিশ্রম।

১২ বছর বয়সে ফুয়েনতিয়ালবিলা গ্রাম থেকে যখন বার্সেলোনায় আসেন, তখন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাকে বেশ বেগ পেতে হয়েছে। তার গ্রামের ফুটবল মাঠের চেয়ে ৫০ গুণ বেশি দর্শকের সামনে তাকে পারফর্ম করতে হয়েছে। এই মাঠের দর্শক সংখ্যা যে তার পুরো গ্রামের লোক সংখ্যার চেয়ে অনেকগুণ বেশি ছিল।

সব কিছু পেছনে ফেলে ১৯৯৬ সালের ৬ অক্টোবর বার্সেলোনার ‘বি’ টিমের জার্সি গায়ে চাপান তিনি। সে বছর ‘বি’ টিমের হয়ে শিরোপাও জেতেন তিনি। আর বার্সেলোনা পেয়ে যায় তাদের ভবিষ্যত এক অধিনায়ককে।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তবে অবসরে যাওয়ার আগে লা লিগার শিরোপার সংখ্যাটা দুই অঙ্কের কোটায় নিয়ে যেতে চান তিনি।