আপনারা ঝুঁকি নিয়ে পরিবহনে উঠবেন না

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যাত্রীদের উদ্দেশে বলেছেন, আপনারা ঝুঁকি নিয়ে পরিবহনে উঠবেন না। ট্রাকে ঝুঁকি নিয়ে উঠবেন না, গাড়ির ছাদে উঠবেন না। এটা বিপদের কারণ হয়ে যেতে পারে।

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও আজকে যানজটের খবর নেই। মাঝে মাঝে কোথাও খুব বেশি চাপ পড়লে ধীর গতি হয়। এটাকে যানজট বলা ঠিক হবে না। এত গাড়ি যাচ্ছে, এত মানুষ যাচ্ছে- প্রেসারতো একটু হবেই।

তিনি বলেন, যারা রাস্তায় চলেন, গাড়িতে যাবেন। তারা নিজেরাও নিজেদের সেফটির ব্যাপারে সতর্ক থাকতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।