আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চান

ক্রীড়া প্রতিবেদক : নিজেদের সেরাটা খেলেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে চান বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

গত বছরটা দুর্দান্ত কেটেছিল বাংলাদেশের। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার পর মাশরাফির দল ওয়ানডে সিরিজে হারিয়েছিল পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে।

তবে গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর আর ওয়ানডে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছে গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

দীর্ঘদিন পর রোববার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। লম্বা বিরতিতে খেলোয়াড়দের পারফরম্যান্সে মরচে ধরে যাওয়া অনেকটা স্বাভাবিক। সিরিজটাকে তাই নিজেদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন পর মাঠে নামছি; অনেক কিছুই চিন্তায় আসতে পারে। আমি মনে করি চিন্তা করা খুব ভালো। এতে আপনি সুযোগগুলো দিবেনও না, নিবেনও না। চিন্তা থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে আরো সাহায্য করে।’

আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা খেলেই সিরিজ জয়ের প্রত্যয় বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়কের কণ্ঠে, ‘আমরা আমাদের সেরা খেলা খেলব। সিরিজও জিততে চাইব।’