আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল

খেলা ডেস্কঃ অলিম্পিকে ভলিবল ইভেন্টে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

গ্রুপপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা। কিন্তু পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। শেষ সেটটাও জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে।

তবে শুধু ফুটবল নয়, অন্য যেকোনো খেলায় এ দুই দলের মুখোমুখি লড়াই মানেই চরম প্রতিদ্বন্দ্বিতা। যার প্রমাণ আরও একবার মিলল চলতি টোকিও অলিম্পিকে।

সোমবার ভলিবলে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনাকে ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে ২০১৬ সালের রিও অলিম্পিকে ভলিবলে স্বর্ণজয়ী দল ব্রাজিল।

অথচ শুরুটা দুর্দান্ত করেছিল আর্জেন্টিনা। প্রথম সেট ১৯-২৫ ও দ্বিতীয় সেট ২১-২৫ ব্যবধানে জিতে ২-০তে এগিয়ে গিয়েছিল তারা।

কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেয় ২৫-১৬ ও ২৫-২১ ব্যবধানে। পরে ম্যাচ নির্ধারণী পঞ্চম সেট ১৪-১৪ ব্যবধানে সমতা চলে আসে। শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে জিতে আর্জেন্টিনাকে হতাশা উপহার দেয় ব্রাজিল।

হাড্ডাহাড্ডি এই লড়াই জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। আর্জেন্টিনা পড়ে আছে পাঁচ নম্বরে।