ইংল্যান্ডকে সমীহ মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছর ১৫টি ওয়ানডে খেলেছে ইংল্যান্ড। যার ৯টিতেই জিতেছে তারা। হেরেছে মাত্র ৪টি ম্যাচ। একটি ম্যাচে কোনো ফল আসেনি, একটি ম্যাচ টাই হয়েছে।

সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। এশিয়ার দুই পরাশক্তিকে ৩-০ এবং ৪-১ ব্যবধানে হারায় এউইন মরগানের দল।

ওয়ানডের পাশাপাশি টেস্টে এবং টি-টোয়েন্টিতেরও দারুণ পারফরম্যান্স করছে ইংলিশরা। সব মিলিয়ে জয়ের ধারাবাহিকতায় আছে ইংল্যান্ড ক্রিকেট দল। এজন্য ইংলিশদের সহজভাবে নিচ্ছেন না বাংলাদেশের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সফরকারী দলের শক্তির কথা জানাতে গিয়ে বৃহস্পতিবার মাশরাফি বলেছেন, ‘ওদের ঘরোয়া ক্রিকেটের কাঠামো অনেক শক্তিশালী। যারা এসেছে তারা যথেষ্ট যোগ্য ও ভালো বলেই এসেছে। একই সঙ্গে ওদের ম্যাচ জেতানো ক্রিকেটার অনেক আছে, যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’

ওয়ানডে দলের তিন তারকা ইংল্যান্ডের এবারের সফরে নেই। নিরাপত্তা অজুহাতে অধিনায়ক এউইন মরগানের সঙ্গে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালেক্স হেমস। বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটকেও। ইনজুরির কারণে আসতে পারেননি পেসার জেমস অ্যান্ডারসনও।

তবুও যারা এসেছেন তাদের সেরা বলছেন মাশরাফি, ‘কারা আসেনি, সেটা ভেবে লাভ নেই। ওদের ব্যাকআপ ক্রিকেটাররাও অনেক ভালো। যারা এসেছে, ওরা অভিজ্ঞ। ঘরোয়া ক্রিকেটগুলোতে ভালো করেছে বলেই এখানে এসেছে।’

ইংল্যান্ডকে নিয়ে মাশরাফি আরো বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলির একটির সঙ্গে খেলতে যাচ্ছি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেরার মধ্যে আছে। মাঠের কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী। ’

ভালো ফল পেতে হলে সিনিয়র ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে বলেই মনে করেন অধিনায়ক, ‘সিনিয়রদের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যত ম্যাচ জিতেছি, সিনিয়ররা ভালো খেলেছে, জুনিয়ররাও স্টেপআপ করেছে। কম্বিনেশনটা গুরুত্বপূর্ণ দুজনের জন্যই। সিনিয়ার যারা আছে তারা আরো ভালো করার চেষ্টা করছে। এবার তাদের বাড়তি দায়িত্বও নিতে হবে। আমাদের রোমাঞ্চকর কজন তরুণ ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে যেকোনো কিছুই করতে পারে। আমি আশাবাদী ভালো কিছুই হবে।’