ইতিহাসের দ্রুততম গোল (ভিডিও)

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে সোমবার রাতে ইউরোপিয়ান অঞ্চলে জিব্রাল্টারের মুখোমুখি হয় বেলজিয়াম। গ্রুপ ‘এইচ’ এর এই ম্যাচে জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বেলজিয়াম।

বেলজিয়ামের বড় জয়ে হ্যাটট্রিক গোল করেন দলটির স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনতেক। তবে হ্যাটট্রিকের চেয়ে বেশি আলোচিত হচ্ছে বেনতেকের সবচেয়ে দ্রুত সময়ের গোল নিয়ে।

জিব্রাল্টারের বিপক্ষে রেফারি বাঁশিতে ম্যাচ শুরুর ৭ সেকেন্ডের মধ্যেই গোল করে বসেন ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার বেনতেক।

২০১৫ সালের পর বেলজিয়ামের হয়ে এই প্রথম গোল করলেন বেনতেক। দেশের জার্সিতে সর্বশেষ সাইপ্রাসের বিপক্ষে গোল পান বেনতেক। তবে সোমবার রাতে ম্যাচের শুরুতেই গোল করে বিশ্বকাপ বাছাইয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়েন বেনতেক।

এর ফলে ১৯৯৩ সালে ডেভিড গুয়াতিয়েরের গড়া দ্রুততম গোলের রেকর্ড ভেঙ্গে দেন বেনতেক। বিশ্বকাপ বাছাইয়ে ওই সময় ইংল্যান্ডের বিপক্ষে বল মাঠে গড়ানোর ৮ সেকেন্ডে গোল করে রেকর্ড তৈরি করেছিলেন স্যান ম্যারিনোর তারকা ডেভিড গুয়াতিয়ের।

সোমবার বল মাঠে গড়ানোর ৭ সেকেন্ডের মধ্যেই জিব্রাল্টারের রক্ষণের দূর্বলতার সুযোগে দলটির গোলরক্ষক ড্যারেন ইব্রাহিমকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান বেনতেক।

https://youtu.be/ZPGAf1ZQuBE