উড়তে থাকা চেলসিকে থামাল টটেনহাম

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে উড়েই চলছে চেলসি। একের পর এক টানা জয়ে রেকর্ড সৃষ্টি করেছে দলটি। তবে তাদের সেই টানা জয়ের রেকর্ডে এবার লাগাম টেনে ধরল টটেনহাম হটস্পায়ার।

গতকাল রাতে ইংলিশ লিগে চেলসিকে আতিথ্য দেয় টটেনহাম। হোয়াইটহার্ট লেনের ওই লড়াইয়ে ব্লুজদের ২-০ ব্যবধানে হারিযে দিয়েছে টটেনহাম। ডেলে আলীর জোড়া গোলে চেলসিকে হারের তিক্ত স্বাদ উপহার দিল মাউরিও পচেট্টিনোর শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ান এরিকসনের সহায়তায় ইংলিশ মিডফিল্ডার আলী গোল করে টটেনহামকে এগিয়ে নেন। বিশ্রাম শেষে ম্যাচের ৫৪ মিনিটে সেই এরিকসনের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন আলী। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। এরফলে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল কস্তা-হ্যাজার্ডরা।

তবে টটেনহামের বিপক্ষে হারলেও আগের টানা জয়ের কারণে পয়েণ্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সমস্যা হয়নি চেলসির। ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে অ্যান্তেনিও কোন্তের প্রশিক্ষিত দলটি। তবে চেলসিকে হারিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে টটেনহাম। ২০ ম্যাচ শেষে তাদের স্কোরবোর্ডে জমা রয়েছে ৪২ পয়েন্ট।