এক অনন্য মাইলফলকে পৌছেন আশিষ নেহেরা

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে দারুণ জয়ে শুভসূচনা করেছে মুস্তাফিজুর রহমানের দলটি।

গতবারের রানার্সআপ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এবার প্রথম ম্যাচেই বল হাতে অনন্য এক মাইলফলকে পৌছেন হায়দরাবাদের বোলার আশিষ নেহেরা। বাঁহাতি বোলার হিসেবে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ১০০ উইকেট পা রেখেছেন তিনি।

বেঙ্গালুরুর ব্যাটসম্যান শ্রীনাথ অরভিন্দকে সরাসরি বোল্ড করে শত উইকেটের মাইলফলকে পৌঁছেন নেহেরা। উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে ৮৩ ম্যাচ খেলেছেন তিনি।

ইনজুরির সঙ্গে যুদ্ধ করেও দারুণ বোলিং পারফরম্যান্সে নিজের সেরাটা ধরে রেখেছেন নেহেরা।তারপর বাঁহাতি বোলার হিসেবে আইপিএলের উইকেট শিকারির তালিকায় রয়েছেন জহির খান। আইপিএলের ৮৯ ম্যাচে ৯২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে জহির খান। তিনটি আইপিএল শিরোপা জেতা প্রজ্ঞান ওঝা রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে। তার দখলে রয়েছে ৯২ ম্যাচে ৮৯টি উইকেট। আর এবারের আইপিএলে দল না পাওয়া ইরফান পাঠান রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ১০২ ম্যাচ খেলে ৮০টি উইকেট রয়েছে তার ভান্ডারে।

আইপিএলের দশম আসরের প্রথম ম্যাচেই গতকাল দুই উইকেট নিয়েছেন আশিষ নেহেরা। আইপিএলের ফর্ম দিয়ে ভারতের সীমিত ওভারের দলে আবারও জায়গা করে নিতে পারেন ৩৭ বছর বয়সি এ তারকা। দশম আসরে ফিটনেস ধরে পর্যাপ্ত উইকেট নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়াই হয়তো লক্ষ্য থাকবে নেহেরার।