ওয়েস্ট ইন্ডিজের শেষবেলার আক্ষেপ

ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টে দ্বিতীয় দিনের শেষ ২ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের খেলা শেষের ৭ বল বাকি। রাহাত আলীর ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মারলন স্যামুয়েলস। পরের ওভারে ইয়াসির শাহর দ্বিতীয় বলে রানআউট ক্রেইগ ব্রাফেট।

ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছে তাই হতাশা নিয়েই। দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রানে।

এখনো ৩৪৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। দুই অপরাজিত ব্যাটসম্যান দেবেন্দ্র বিশু ও জার্মেইন ব্ল্যাকউড এখনো রানের খাতা খুলতে পারেননি।

পাকিস্তানের চাপিয়ে দেওয়া রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ছিল নড়বড়ে। দলীয় ২৭ রানে লিওন জনসনকে (১২) এলবিডব্লিউ করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন রাহাত। দলীয় ৬৫ রানে আগের টেস্টের সেঞ্চুরিয়ান ড্যারেন ব্রাভোকে (৪৩) ফিরিয়ে সফরকারীদের বড় ধাক্কাটা দিয়েছেন ইয়াসির।

এর আগে ৪ উইকেটে ৩০৪ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিন শুরু করতে নেমে পাকিস্তান অলআউট হয় ৪৫২ রানের বড় সংগ্রহ গড়ে। ইউনিস খান সেঞ্চুরি করেছিলেন আগের দিনই। এদিন সেঞ্চুরির সুযোগ ছিল মিসবাহ-উল হকের সামনে। কিন্তু ৯০ রান নিয়ে দিন শুরু করা মিসবাহ আউট হয়েছেন ৯৬ করে। সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ৫৬ রান।

৯৬ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার শ্যানন গ্যাব্রিয়েল। ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।