ওয়েস্ট ইন্ডিজ দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কার্লোস ব্রেথওয়েট

ক্রীড়া ডেস্ক: দুই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ড্যারেন স্যামির পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কার্লোস ব্রেথওয়েট। এই মাসের শুরুর দিকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ২৮ বছর বয়সি ব্রেথওয়েট।

 

ফ্লোরিডায় ভারতের বিপক্ষে আসন্ন দুটি টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ব্রেথওয়েটকে। টি-টোয়েন্টি পরাশিক্ত ওয়েস্ট ইন্ডিজ দলে এমন দায়িত্ব পাওয়ার পর প্রাক্তন অধিনায়ক স্যামির প্রশংসা করেন ব্রেথওয়েট। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘সে (স্যামি) আমাকে অভিনন্দন জানিয়েছে। এই দায়িত্বটা আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। তবে স্যামি আমাকে আর্শীবাদ করেছেন এবং একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে সমর্থন দিয়েছেন। তার একান্ত সমর্থনে আমি  দায়িত্বটা সহজভাবে নিতে পারছি।’

 

স্যামির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাক্ষাতকারে ব্রেথওয়েট জানান, ‘আমি এখনো আনুষ্ঠানিকভাবে শুরু করিনি। তবে নেতৃত্বের ব্যাপারে আমি এখন সবাইকে সহজভাবেই বলতে পারছি। মাঠে সতীর্থদের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি। স্যামির দৃঢ় সমর্থন আমার মাঝে আলাদা আত্মবিশ্বাস যোগান দিচ্ছে।

 

বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠান এবং সিনিয়র খেলোয়াড়দের কাছে স্যামিকে আমার প্রশংসা করতে দেখেছি। এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। খেলোয়াড়দের নিয়ে আমি বড় কোনো পরিবর্তনে যেতে চাই না। আমি মনে করি এখানে সবাই অনেক পরিপক্ক। আমরা প্রত্যেকেই পেশাদার খেলোয়াড় এবং আমরা জানি সামনের দিনগুলোতে কি করতে হবে।’