করোনায় প্রাণ গেলে স্পিনারের

করোনাভাইরাস সংক্রমণের ‘সুনামি’তে ভারতের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়তে বসেছে। দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘সার্স-কভ-২’ ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

প্রতিদিনই ভাঙছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। এমন অবস্থায় বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম আসর। এমন সময় খবর এলো দেশটির এক পেশাদার ক্রিকেটারের মৃত্যুর।

মরণব্যধী করোনা কেড়ে নিলো বিবেক জাদবের প্রাণ। ২০১০-১১ সালে রাজস্থানের রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন এই স্পিনার। ২০১২ সালে যোগ দিয়েছিলেন তৎকালীন আইপিএল দল দিল্লি ডেয়ার ডেভিলসে। যদিও একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

বিবেকের মৃত্যুর বিষয়টি ভারত জাতীয় দলের সাবেক ওপেনার আকাশ চোপর নিশ্চিত করেছেন।

২০০৮ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় বিবেকের। ১৮টি ম্যাচ খেলেছেন তিনি। ‘এ’ দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। কিন্ত মারণ ভাইরাস কেড়ে নিল তার প্রাণ।

বছর দুই এক আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের। কেমোথেরাপিও চলছিল তার। সম্প্রতি সুস্থও হয়ে উঠছিলেন বিবেক। সম্প্রতি কেমোর জন্য রাজস্থানের জয়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখনই কোভিড আক্রান্ত হন। তার পর থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত মারা গেলেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে ভারতে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১২ হাজারের বেশি মানুষ। মারা গেছে আরও ৩ হাজার ৯৮০ জন।