কাকার বিদায়

ক্রীড়া ডেস্ক: ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রিকার্ডো কাকার নাম হয়তো সবারই মনে থাকার কথা । ২০০৭ সালে ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর জেতেন তিনি। গতকাল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে মেজর লিগ সকারের ক্লাব অরল্যান্ডো সিটির হয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সি তারকা।

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে বেশ ক’বছর আগেই পাড়ি জমিয়েছেন আমেরিকায়। সেখানেই ওরল্যান্ডো সিটির হয়ে খেলে যাচ্ছেন বছর দুই ধরে। তবে সেখানে মন টিকছে না কাকার। অবসরের ভাবনা পেয়ে বসেছে একসময়ের বিশ্ব কাঁপানো এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। ‘ফুটবল খেলে এখন আর আনন্দ পাই না। প্রতিটি ম্যাচ শেষেই শরীরে ব্যথা অনুভব করছি।’ কাকার এমন মন্তব্যেই অবসরের ইঙ্গিত স্পষ্ট। গত সপ্তাহে এমন মন্তব্যের পর সপ্তাহ ঘুরতেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন এ তারকা।

পেশাদার ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে জয় দিয়ে বিদায় বলতে পারেননি কাকা। মেজর লিগ সকারে কলম্বাসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে তার দল অলল্যান্ডো সিটি। বর্ণিল ক্যারিয়ারের শেষ ম্যাচে কাঁদলেন কাকা। ক্লাবের সংগীত গাওয়ার সময় কাঁদলেন তিনি।

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে ২০০২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন কাকা। সেলেসাওদের হয়ে ৯২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। পেশাদার ক্যারিয়ারের সোনালী সময়টা কাটিয়েছেন ইতালির ক্লাব এসি মিলানের হয়ে। ক্লাব ক্যারিয়ারে ৬৪৬ ম্যাচ খেলে কাকা গোলে করেছেন ২০৬টি।