কুড়িগ্রামে তিন ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধার, চোর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গরু চুরির মামলা হওয়ার তিন ঘন্টার মধ্যে চোরাই গরু উদ্ধারসহ গরু চুরির মূল হোতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামস্থ বাদী মহাবীরের বসতবাড়ির গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি হয়ে যায়। বাদী পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনসহ গরু উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হলে গত ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ উলিপুর থানায় এসে এজাহার দাখিল করেন। পরে উলিপুর থানা পুলিশ দ্রুততার সাথে মামলা গ্রহন করে মামলা রুজুর তিন  ঘন্টার মধ্যে উলিপুর নাওডাঙ্গা মিয়া পাড়ার কুখ্যাত চোর কেরামত আলী (৪৫)কে গ্রেফতার করা হয় এবং আসামী কেরামত আলীর বাড়ি হতে চোরাইকৃত দুইটি গরু উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ইতিমধ্যেই কুড়িগ্রাম জেলার চোর চক্রের মূল হোতাদের গ্রেফতার করা হয়েছে এবং যেকোন প্রকার চুরি বন্ধে থানা এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করা সহ চোর চক্রদের গ্রেফতারের ধারাবাহিকতা অব্যহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।