কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙ্গন রোধ ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: দুধকুমার নদের ভাঙন রোধ, তীর রক্ষা, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস স্মরণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের দুধকুমার নদের ভাঙন কবলিত বাগবাড়ি গফুরের ঘাট এলাকায় নদী ভাঙনের শিকার শতশত মানুষের অংশ গ্রহণে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. শফিকুল ইসলাম কানু, তিলাই ইউপি চেয়ারম্যান শাহীন শিকদার, আজাদ খান ভাসানী প্রমূখ। মানবন্ধনে বক্তারা অবিলম্বে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণ করে ভাঙগনকবলিত মানুষদের বসতভিটাসহ আবাদি জমি রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান।