গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ১৫

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল কর্তৃপক্ষ, পুলিশ ও আদিবাসীদের (সাওতাল) সংঘর্ষে ৫ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর চিনিকলের আওতাধীন সাহেব ইক্ষুখামারের এক হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে আদিবাসীদের সঙ্গে রংপুর চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সকালে ওই জমিতে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ কাটতে গেলে আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে এসআই আক্তার, এএসআই রাজু, এএসআই আসাদসহ ৫ পুলিশ সদস্য রয়েছেন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।