গাইবান্ধায় ধর্ষকের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে মোশারফ হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডর আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী গ্রামের ছামছুল হক মাস্টারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (পিপি) মহিবুল হক সরকার মোহন জানান, ২০০৮ সালে মোশারফ হোসেন সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে মোশারফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে সুন্দরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারফকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সোমবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে মোশারফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ সময় আসামি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।