গাঙ্গুলীকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক : গত ৭ জানুয়ারি ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীকে ডাকযোগে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার এক যুবককে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পুলিশের দাবী নির্মাল্য সামন্ত নামের ওই যুবকই গাঙ্গুলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতীয় ঘোষ বলেন,‘নির্মাল্য সামন্তই ওই চিঠি পাঠিয়েছিলেন। আমরা তাঁকে বেহালা থানার পুলিশের হাতে তুলে দেব।’তবে স্থানীয়দের দাবী, নির্মাল্য মানসিক ভারসাম্যহীন। তার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। পুলিশ সুপার অবশ্য এ দাবী উড়িয়ে দিয়ে বলেছেন,‘যে ভাবে কাজটা করা হয়েছে, তা থেকে এটা পরিষ্কার যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন নন।’

চিঠিতে বলা হয়েছিল, ১৯ জানুয়ারী পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের একটি সংবর্ধনা অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী উপস্থিত হলে তাকে হত্যা করা হবে।  এর আগেও ২০০৮ সালে সৌরভ গাঙ্গুলীকে একটি চিঠিতে পরিবারসহ হত্যার হুমকি দিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদিন। মেয়ে সাহাকে অপহরণের হুমকিও পেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।