গোপালগঞ্জে সনাতন ধর্মালম্বীদের হনুমান পূঁজা উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বীরা হনুমান পূঁজা উদযাপন করেছে। রবিবার হাজার হাজার ভক্তের পূঁজা-অর্চনা আর নানা ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এই হনুমান পূঁজা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বিগত কয়েক বছর ধরে এই পূঁজার আয়োজন করে আসছেন। এতে শুধু কান্দি ইউনিয়নই নয়, আশে-পাশের বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০ হাজার ভক্তের পদভারে মুখরিত হয়ে উঠে পূঁজা প্রাঙ্গন।
সকাল থেকে পূঁজা প্রাঙ্গনে লাল পাড়ের হলুদ শাড়ি পরে নারীরা আর কলাপাতা রংয়ের গেঞ্জি পরে পুরুষরা প্রায় ৯ কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করে সালদা নদীতে পূর্নস্নান করে আবার পায়ে হেঁটে পূজাঁ প্রাঙ্গনে ফিরে আসে। সেখানে নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন হনুমান ভক্তরা।