চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সব সময় বাংলাদেশের পক্ষে কথা বলে

চট্টগ্রাম : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সব সময় বাংলাদেশের পক্ষে কথা বলে। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের চাওয়া ছিল স্পিন উইকেট। চাওয়া মত স্পিন উইকেট পেয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডকে ২৯৩ রানে অলআউট করে বাংলাদেশ। সবকটি উইকেট নেয় স্পিনাররা। ইংলিশদের জন্য যে ফাঁদ বাংলাদেশ পেতেছে সেই ফাঁদেই পা পড়েছে বাংলাদেশের! দ্বিতীয় দিন ২২১ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যার ৪টি পেয়েছে স্পিনাররা।

বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ৭৮ রান করেছেন এ ওপেনার। দিনশেষে তামিম জানিয়েছেন প্রতিটি রান করতে খুব কষ্ট করতে হয়েছে তাকে। সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমি খুব কষ্ট করে রান করেছি। আমার প্রতিটি রান খুব কষ্ট করে করতে হয়েছে।’

কষ্ট হওয়ার কারণে জানাতে গিয়ে তামিম বলেন, ‘এ উইকেটে কেউ সেট নয়। ৭০, ৮০ কিংবা ১০০ করেন তাহলেও বলব এ উইকেটে কেউ সেট না। প্রতি ওভারে একটা-দুটা বলে কিছু না কিছু হচ্ছে। ব্যাটিং করা এতটাও সহজ ছিল না। স্পিনের পাশাপাশি বড় টার্ন হচ্ছিল। ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে অনেক কিছু করতে চায়। কিন্তু এখানে কিছু করতে গেলেই বিপদে পড়তে হত।’

৭৮ রানের ইনিংস খেলতে তামিম ২২১ মিনিট ক্রিজে ছিলেন। দীর্ঘ সময় ক্রিজে থেকে ব্যাটিংয়ের পরিকল্পনা কিভাবে সাজিয়েছিলেন তামিম। উত্তরে তামিম বলেন, ‘আমি ভিন্ন কিছু করার চেষ্টা করিনি। নিজের বেসিকে থাকার চেষ্টা করেছি। সোজা খেলার চেষ্টা করেছি।’

ইংল্যান্ড সব সময় তামিম ইকবালের প্রিয় প্রতিপক্ষ। ৫ ইনিংসে তামিমের রান ৫৮৩। ২টি সেঞ্চুরির সঙ্গে পেয়েছেন ৫টি হাফসেঞ্চুরির ইনিংস। আজ ২২ রান করতে পারলে সেঞ্চুরির তালিকায় আরেকটি সাফল্য যোগ হত। তিন অঙ্কের ঘরে পৌঁছতে না পারায় তামিমের কোনো আক্ষেপ নেই, ‘আমি কোনো ভুল শট খেলে আউট হইনি। ওই শটেই এক রান কিংবা দুই রান করে রান আগে পেয়েছি। যদি ভুল করে ভুল শট খেলে আউট হতাম তাহলে কষ্ট লাগত। আমি যেভাবে খেলছিলাম সেভাবে আমার উপর কন্ট্রোল ছিল।’