চট্টগ্রামে মৃত্যুর প্রায় ছয় মাস পর গৃহবধুর লাশ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে মৃত্যুর প্রায় ছয় মাস পর লুবনা আক্তার নামের এক গৃহবধুর লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল নগরীর মিসকিন শাহ মাজার সংলগ্ন কবরস্থান থেকে গৃহবধুর লাশ উত্তোলন করা হয়।

পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালতের নির্দেশে লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে।

এর আগে গত ১৫ ডিসেম্বর লুবনার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আদেশ দেয় মহানগর হাকিম আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান লাশ উত্তোলনের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হবে।

গত ১৬ জুলাই চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার মনু মিয়াজি লেইন এলাকার শ্বশুর বাড়িতে অস্বাভাবিকভাবে মারা যায় দুই কন্যা সন্তানের মা লুবনা আক্তার। লুবনা আত্মহত্যা করেছে বলে শ্বশুর বাড়ির লোকজন দাবি করে। লুবনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- অভিযোগ তুলে স্বামী মাবুদুর রহমানসহ তার পরিবারের নয়জনকে আসামি করে মামলা করেন লুবনার মা।