চট্টগ্রামে সংঘবদ্ধ চোর চক্রের ৯ নারী সদস্য, মিলল চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামে একটি সংঘবদ্ধ চোর চক্রের ৯ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্তের পর বুধবার (১৪ এপ্রিল) দুপুরে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, এ ৯ নারী একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য। মূলত নির্মাণাধীন ভবন টার্গেট করে চুরি করে থাকে চক্রটি। ফিরিঙ্গী বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনে চুরি করার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলাম বলেন, ‘ওরা ওই নির্মাণাধীন বিল্ডিংয়ে আগে একবার চুরি করেছিল। পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাই। পরে যখন আবার চুরি করতে আসে তখন আমরা তাদের হাতেনাতে আটক করি।’

আটকের পর চুরির নানা কৌশল নিয়ে ৯ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্মকর্তারা।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, এই দলের প্রধান মূলত মাঝি হিসেবে পরিচিত। নির্মাণাধীন ভবনে গিয়ে তারা কৌশলে দারোয়ানের সাথে ভাব জমায়। এরপর দলের বাকি নারী সদস্যরা স্টোর রুমে গিয়ে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই দলের সদস্যরা এর আগে নগরীর বাকলিয়া এবং হালিশহর থানায় চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।