চতুর্থ ম্যাচেও হার মেনেছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : চতুর্থ ম্যাচেও হার মেনেছে পাকিস্তান। বৃহস্পতিবার দিবাগত রাতে পাকিস্তানকে ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বৃহস্পতিবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

ব্যাট হাতে ইংল্যান্ডের বেন স্টোকস সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ৬টি চারের মারের পাশাপাশি ২টি ছক্কার মার ছিল। এ ছাড়া জনি বেয়ারস্টো ৬১, মঈন আলী ৪৫* ও জো রুট ৩০ রান করেন।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ ইরফান ২টি উইকেট নেন। উমর গুল, হাসান আলী ও ইমাদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।

তার আগে পাকিস্তানের ২৪৭ রানের ইনিংসে অধিনায়ক আজহার আলী ৫চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৮০ রান করেন। ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে অপরাজিত ৫৭ রান আসে। এ ছাড়া সামি আসলাম ২৪ রান করেন।

বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ ১০ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন ক্রিস জর্দান ও মঈন আলী।

ম্যাচসেরা নির্বাচিত হন জনি বেয়ারস্টো।