চরফ্যাশন ইউপি নির্বাচনের সহিংসতায় নিহত ঘটনায় আটক ১

আমিনুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষে সোমবার সকাল ১০টার সময় মনির নামক এক যুবক নিহত হয়েছে। উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক ও শশীভুষন থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় সকাল ১০টা থেকে ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
জানা গেছে সোমবার চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার হাজারী গঞ্জ ইউনিয়ন নির্বাচনে
ইয়াছিন মাঝি ও ইউছুফ মাঝির সমর্থকরা সকালে দক্ষিণ চরফকিরা কো-ইড সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটি কেন্দ্র দখলের চেষ্টা চালায় । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১২ রাউন্ড গুলি চালায়। উভয় পক্ষে ভোট কেন্দ্রের বাহিরে সংর্ঘষে আহত মনিরকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনির চরফকিরার বশির মিস্ত্রীর ছেলে ।
ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।
চরফ্যাশন উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার রফিকুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের বাহিরে ২ পক্ষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় । শশীভুষন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ভোট কেন্দ্র দখল করতে আসলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করার পর ভোট কেন্দ্রর বাহিরে সংঘর্ষ বাধে এতে মনির নামক যুবকের মৃত্যু হয়। পরে প্রতিপক্ষ কর্মী মনির হত্যার দায়ে বিজয়ী ইউপি সদস্যের ছেলে মোঃ রিয়াজ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।