চরফ্যাশন ১৯ টা মামলার আসামী সোহাগ এখন পুলিশের খাছায়

মোঃআলাউদ্দিন ঘরামী ঃচরফ্যাশন উপজেলার আসলামপুর সুলতামিয়ার হাট এলাকার ১৯ মামলার আসামী সোহাগ (৩৫) কে পুলিশ আটক করেছে। শনিবার সকালে তাকে চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক হারুন রশিদ ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।

আসলামপুর ৬নং ওয়ার্ডের খোদেজাবাগ গ্রামের ইব্রাহীম বলেন, সোহাগের বিরুদ্ধে শিশু ধর্ষণ, হত্যা, চাঁদাবাজী ডাকাতিসহ মোট ১৯টি মামলা নম্বার আমাদের কাছে রয়েছে। শনিবারেও সুলতান মিয়ার হাটের মিজান বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় খোদেজাবাগ গ্রামের ইয়ানুর বেগম বলেন, তার বাবা আবু তাহেরকে ডা. অলিউল্যাহের পক্ষ হয়ে সোহাগ পিটিয়েছে। ঢাকা চিকিসারত অবস্থায় মারা যায়। আমি আদালতে মামলা দায়ের করেছি। বর্তমানে আমাকে হুমকী দামকী দিয়ে বেড়াচ্ছে। সুলতান মিয়ার বাজারের ব্যবসায়ী রুহুল আমীন বলেন, সোহাগ সদাই নিয়ে দোকানীর টাকা দেয়না। টাকা খোঁজলে মামলা হামলার হুমকী দিয়ে থাকে। চরফ্যাশন আদালতের আইনজীবি আশরাফ হোসেন নিরব বলেন, আমার কাছে ১৯টা মামলার নম্বার রয়েছে। আরো কিছু মামলা রয়েছে তা সংগ্রহের চেষ্টা চলছে।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বলেন, আদালত, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলার হিসাব আমাদের কাছে নেই। তবে চরফ্যাশন থানায় তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।