জলঢাকায় ৮ জুয়াড়ির একমাস করে সাজাঁ

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ– নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের বেরুবন্দ হাটের অদুরে জুয়া (ফরগুটি) খেলার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮জুয়াড়িকে আটক করে।
রাতেই ঘটনাস্থলে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধান এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো, দক্ষিণ বেরুবন্দ গ্রামের সোলেমানের পুত্র আনারুল ইসলাম(২৫), একই গ্রামের করিমুদ্দিনের পুত্র মিজানুর রহমান(২৭), মজিবর রহমানের পুত্র আনারুল হক(৪০), অলিয়ার রহমানের পুত্র হামিদুল ইসলাম(৩০), জফির উদ্দিনের পুত্র আব্দুল খালেক(২৬), মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মিজানুর রহমান(৩৭), সামছুল হকের পুত্র কবির হোসেন(৩০) ও আব্দুল আজিজের পুত্র জিয়ারুল ইসলাম(২৮)।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।