টাঙ্গাইলে বাল্যবিয়ে ঠেকিয়ে দিল পুলিশ

জেলা প্রতিনিধিঃ জেলার মধুপুর উপজেলায় পুলিশের দৃঢ়তায় মীম নামে ১১ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বোয়ালী ব্রিজ পাড়ের কাছে মফিজ উদ্দিনের বাসায় অভিযান চালিয়ে পুলিশ তার মেয়ের বিয়ে ঠেকিয়ে দেয়। মীম স্থানীয় মাদ্রাসার নূরানি শাখার ছাত্রী।

মীমের বিয়ে হচ্ছিল পাশের উপজেলার কুড়িপাইকা গ্রামে ছেলে মাদ্রাসার ছাত্র আল আমিনের সঙ্গে। মধুপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেলের নেতৃত্বে অভিযানে বিয়ের সব আয়োজন পণ্ড হয়ে যায়।

এএসআই সোহেল জানান, প্রশাসনের কাছে খবরটি আসার সঙ্গে সঙ্গে পুলিশকে অভিযানের নির্দেশ দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে কনের বাবা-মা মেয়েকে উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।