টি–টোয়েন্টি বিশ্বকাপ: টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।

বিশ্বকাপকে সামনে রেখে আগেভাগেই ওমানে উড়াল দেয় বাংলাদেশ। সেখান থেকে শুরু হয় বাংলাদেশের প্রস্তুতি। কদিনের প্রস্তুতি সেরে প্রথমে ওমানের সঙ্গে একটি আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে দুটি অফিশিয়াল ম্যাচ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ দুটির একটিতেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল।

তবে প্রস্তুতি ম্যাচের হতাশা ভুলে মূল লড়াইয়ে সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ। প্রথম পর্বে ভালো করে মূল পর্বে যেতেই মুখিয়ে আছে মাহমুদউল্লাহর দল। সেই লক্ষ্যে আজ শুরুর ম্যাচ জয়ে রাঙাতে চায় লাল-সবুজের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এবার ১৬টি দল অংশ নিয়েছে। বাছাই পর্বের দুটি গ্রুপে রয়েছে আটটি দল। সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আটটি দল।

বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্কটল্যান্ড : কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হ্যারিস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।