টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার

করোনায় কক্সবাজারে আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদীর ডাঙ্গারপাড়া পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার নৌকাডুবির এই ঘটনায় উদ্ধার করা হয় ১২ জনের লাশ। এ নিয়ে ১৩ জনের লাশ উদ্ধার হলো। এদের মধ্যে সাত শিশু, পাঁচ নারী ও এক পুরুষ রয়েছে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট জাফর ইমাম সজীব বলেন, সকালে টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপে ডাঙ্গারপাড়া পয়েন্টে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড স্থানীয়দের সহায়তায় নদীতে ভাসমান অবস্থায় ১৩-১৪ বছর বয়সী মেয়ে শিশুর লাশটি উদ্ধার করে।

নৌকাডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়াদের বরাত দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার শিকার নৌকাটিতে নারী-পুরুষ ও শিশুসহ ৬৫ জন রোহিঙ্গা ছিল। ঘটনার পর ১২ জনের লাশ ও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাবাহী ওই নৌকার আরো ৩১ জন এখনো নিখোঁজ রয়েছে। লাশ স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সজীব।