টোকিওতে ভূমিকম্প!

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৪ আগস্ট) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে কেঁপে উঠেছে টোকিওর পূর্ব প্রান্ত। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে। গেমস ভিলেজে থাকা অলিম্পিকের আয়োজক, প্রতিযোগী ও সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে।

টোকিয়োতে উপস্থিত থাকা এক সাংবাদিক টুইটে লেখেন, টোকিওতে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।

আরেকজন টুইট করে লেখেন, প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।

জাপানের ভৌগলিক অবস্থানগত কারণে দেশটি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়।

দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজার এর মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এমনকি ২০১১ সালে দেশটিতে ১০ হাজারের বেশি ভূমিকম্প হয়। তবে মজার বিষয় এই যে দেশটির সমস্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘাত করে না। বিশেষত রাজধানী টোকিওতে এর প্রভাব বেশি হয়ে থাকে। ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে।