ঠাকুরগাঁওয়ে যানজট সরানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষা শেষে, উপজেলা শহরের চৌড়াস্তায় যানজট সরানোকে কেন্দ্র করে ভ্যান শ্রমিক ও মোটর শ্রমিকের মধ্যে বাকবিতন্ডা হয়। এই নিয়ে (১৯ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মোতালেব (৩২) মুক্তারুল (২৮) মজনু (৩২) শামসুল (৬০) আব্দুর রাজ্জাক (৩৮) আকবর (২৪) নামে মোট ৬ জন গুরুত্ব আহত হয়েছেন। আহতরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্য মোতালেবকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জানা যায়- ১৯ সেপ্টেম্বর) সোমবার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় যানজটের সৃষ্টি হলে, মোটর শ্রমিকের শামসুল হক ভ্যান শ্রমিকের রাজ্জাকের ভ্যান সরাতে বললে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে কিছুক্ষণের জন্য প্রস্তুতি শান্ত হলেও সন্ধ্যার দিকে দু’পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে বালিডাঙ্গী থানা পুলিশ প্রস্তুতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, প্রস্তুতি দেখে লোকজন আমাকে মোবাইল ফোনে সংবাদ দিলে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে দু’পক্ষকে শান্ত করি এবং মঙ্গলবার দু’পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসার আশ্বাস দেই।বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে বলে আশা করছেন তিনি। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আনাম জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রস্তুতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।