ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কঠোর লকডাউনে ২য় দিন

মোঃজয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘সর্বাত্মক লক ডাউন ঘোষণা করেছেন সরকার।গত বুধবার ভোর থেকে এই কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে।আজ লকডাউনের ২য় দিন সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ লকডাউন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতা অব‌্যহত রেখেছেন রুহিয়া থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছে রুহিয়া থানা পুলিশ ।
দেশে মরনঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে বুধবার থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা করেন সরকার।সরকার ঘোষিত এই বিধিনিষেধকে বলা হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’।গত ১৪এপ্রিল বুধবার ভোর ৬টা থেকে আগামী ২১ এপ্রিল মধ্যে রাত পর্যন্ত সাতদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন , বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে মাঠে রয়েছি এতে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।